Photo CopyRight @ImageForum
সেই যে শ্রাবণ এলো
আর ফিরে গেলো না
এখন সারা বছর জুড়েই শ্রাবণ মাস
সারা বছর জুড়েই অঝোর বৃষ্টি
সেই অঝোর বৃষ্টির বিজ্ঞাপনে ঝরে পড়ছো তুমিও
তবুও এখানে মাটি ভিজেনা
অঙ্কুরিত হয়না একটিও বীজ
এখানে শ্রাবণ মাস
তবুও প্লাবন আসেনা।
শ্রাবণের বাইশের সংজ্ঞা পাল্টে যায় অশ্লীলতায়
শ্রাবণের বাইশেতে আজ লবন নেই
মিথ্যে নোনা জলে ভেজে চিবুক
শ্রাবণ নেই আর আগের মত সেই।
— কৃষ্ণ বর্মন

বিঃ দ্রঃ : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ .
এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন কেন-রে-মেয়ে নারী-তুমি-প্রমান-দাও
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941