26th Sept,2018 -Bangla Bandh
রাজনীতিতে ঘেন্না,বীতশ্রদ্ধ আমি,
এসবের শেষ কই,শুধুই দেখি নোংরামি।
রাজনীতি আর দুর্নীতি যেন যমজ ভাই,
রোজ হুমকি,নেতার ধমকি,মানুষ অসহায়।
উৎসবে কোলাকুলি, নামাবলী সম্প্রীতি
দিন ভোর রাজনীতি যার নেই কোন ইতি ।
ছোট বড় কত দাদা,রোয়াবেতে লাগে ধাঁধা,
শক্তি প্রদর্শনে মাঠে,খেয়ে নামে জল আদা।
জনসভা,পথ অবরোধ ,মিটিং একগাদা
মিথ্যার প্রতিশ্রুতি,ছোঁড়াছুঁড়ি শুধু কাদা।
এই নিয়ে বসবাস, রাজনীতির সহবাস
অশান্তি বুকে নিয়ে সুখে থাকা বারোমাস।
চারিদিকে রব হৈ হৈ, নেপোয় মারে দই
নেতাদের মুখে বুলি,মুখেতে ফোটে খই।
তবু বলি আছি বেশ,অশান্তির হোক শেষ,
নেট দুনিয়ায় ভাসো,অবক্ষয়ের নোনা রেশ।

পরিচিতি: ছোটবেলা থেকেই কবিতা,ছড়া, সৃজনশীলতার ওপর আত্মিক টান বর্ধমান শহর নিবাসী রাণা চ্যাটার্জীর।প্রতিভা,সারল্যের মেলবন্ধন ও অনুভূতিপ্রবণতায় অবিরাম সৃষ্টি করে চলেছেন কবিতা,ছোটগল্প,বাচ্ছাদের জন্য ছড়া, নিবন্ধ,কার্টুন। নক্ষত্রানি সম্মান,কবির “মেঘ বালিকা তোমায়”,”ছন্দ ছড়ায় জীবন” কাব্যগ্রন্থ ও নিয়মিত পত্র পত্রিকায় লেখা প্রকাশ রাণা চ্যাটার্জী’র আগামী উজ্জ্বল করুক।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941