বউ পাঁচালী কথা

1
1932
Photo : Kakali Roy Ghosh

বউকে যে জন ভালোবাসে( ভয় পায় )
মাথায় করে রাখে ,
হার্টের অসুখ তাহার থেকে
যোজন দূরে থাকে ।

কিডনী লিভার ঠিকঠাক সব
কাজ করে রে ভাই ,
বাড়লে ওজন জিমে যাবার
দরকার তার নাই !

দুনিয়া তখন থোড়াই কেয়ার
বউ আছে না ঘরে ?
বোকা ছাড়া আর কেউ কি
পরস্ত্রী তে মরে ?

এই জগতে প্রমাণিত
সেই তো পরম জ্ঞানী ,
মাথা নীচু স্বর ও নীচু
শোনে বউয়ের বাণী ।

আরে বউ হলো যে দুহাত ভরে
ভগবানের দান ,
আমার কথা না মানলে
এদিক ওদিক যান :

বিপদে পড়ে তখন যেন
দোষ দিওনা মোটে,
কত জন্মে তপস্যায়
বিবি এমন জোটে ।

প্রতি মাসে বউকে নিয়ে
যে যায় শপিং মলে ,
অক্ষয় তার স্বর্গ বাস
দেবতাদের দলে ।

বউ হল ধ্যান বউ হলো জ্ঞান
বউই কাজল রানী ,
বউ ছাড়া হয় সফল পুরুষ
মৎস্য উইদাউট পানি !

দু হাত তুলে বলো পুরুষ
জয় বউয়ের জয় ,
বুকের ভেতর বউ আছেনা ?
পেত্নিতে কি ভয় !

রবিবার ঘুম ভেঙে যে
এই পাঁচালী পড়ে ,
শান্তি সুখের বন্যা বয়
তাদের ঘরে ঘরে ।।

 

কাকলী রায় ঘোষ

— কাকলী রায় ঘোষ

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here