পদ্ম

0
1134
Photo: WION
ছবিতে  অক্ষরে কফির দানা
বহুদিনের অভ্যাস যেন পুরোনো
রুমাল।সাথে ছিলে সে ভাবে ভাবিনি
হারাতেই মন বেসামাল।
পুরোনো হলে রোদ্দুরও গোধুলি
একদিন প্রতিদিন বর্তমান অতীত
কেই বা সাথে থাকে চিরকাল।
তাই হাত রাখি জামার বোতামে
অভ্যাসে অন্তরীন হৃদয়, মনে হয়
জ্বলন্ত চোখ আর শানিত মেধা
নিয়ে মৃনাল গিয়েছে মৃগয়ায়।

কবি পরিচিতি : পার্থ সরকার, পেশায় ব্যবসায়ী ।নেশায় ক্যানসার আক্রান্ত বাচ্চাদের নিয়ে কাজ করেন Rotary ও UNICEF এর সাথে । ভালবাসা দেশ বিদেশের কবিতা লেখা ও পড়া ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here