তুমি আমিতে

4
3143

তুমি কি বলবে ,তুমিই তো বলবে !

আর আমার কথা,সে নয় ছেড়েই দাও ;

আচ্ছা ,তুমি কি করবে ,সে কি ,

বলে করো?

না ,তার আগে আমার অনুমতি নাও ?

তুমি কাজ করো,সে কঠিন কাজ !

আমার কাজ তো সবাই পারে।

তবে একদিন বদলে দেখিনা,

কে কোন কাজে জেতে আর হারে ?

অনেক হলো ভাই তুমি আর আমি ,

তোমার তুমি কি সবচেয়ে দামী ?

আমার আমি কে খুঁজতে গেলেই ,

কোথায় যেন,দুজন,লড়াইয়ে নামি।

এ লড়াই এমন,চলে যুগান্তর ,

যতদিন না, তুমি আমিতে ফোড়ায় ;

আমি তুমিতে ভালোবেসে দেখ ;

শয়তান ছাড়। ভগবান ও ডরাই।

মৌসুমী

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here