চুপিসারে চুপ কথা ,
মনের গভীর জলে ,
ঢেউ তোলে রোজ।
যদি বলি প্রিয়জনে ,
কখনো-বা মলিন সে মিত্রকে ,
চুপ হওয়া মনের সে খোঁজ;
সব আছে এই নেই ,
চারিদিক থম থম ,
সুঁচে ফোটা রক্তের ফিনকি।
সব যদি থেমে যায় ,
এই ধরো আমি নেই ,
খুব বেশি তফাৎ-টা আছে কি !!!
–মৌসুমী
#মন_ও_মৌসুমী