সৃষ্টি এখন অবাঞ্ছিত সভ্যতা
এখন শৃঙ্খলাবদ্ধ অনাগত
অচেনা ভবিষ্যতের হাতে,
দৃশ্যমান হয়না সুন্দরের পূজারীরা
জীঘাংসার আরাধনা চলছে,
অবাধ নির্বিচারে–
এখন আর সূর্য ওঠেনা
অন্ধকারে আমরা হারিয়ে
যেতে চাই প্রতিদিন প্রতিক্ষন।
ভালবাসা হয়ে গেছে সৌখিনতার
উদাহরণ,
নগ্নতা শৈল্পিক অনুভূতিতে বিচরিত,
দৈহিক আনন্দের সীমাহীন উলঙ্ঘনে-
দ্বিধাহীন উল্লাসে মত্ত।
ফিরে আসতে চাই নিজের কাছে
উত্তোলনের সিঁড়ি বেয়ে,
আবাহনের আনন্দে ।।
থেকে যায় অনাস্বাদিত
একাকীত্বের , শব্দের
অমরত্বের প্রত্যাশায়।।।
প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”