সারারাত ওই অবুঝ পাখিটা ডেকে যায়
“চোখ গেলো “, “চোখ গেলো “–
সত্যি ওর কোনো ক্লান্তি নেই
আঁধারে মগ্ন পৃথিবীকে ও কি
সতর্কবার্তা পৌঁছে দিতে চায়
ঘুমন্ত, আধো ঘুমে আচ্ছন্ন কিংবা জাগ্রত
সবাই এ ডাক শুনতে পাচ্ছে না নিশ্চয়ই
পাচ্ছে তারাই যারা কান পেতে আছে।
প্রকাশ্য দিবালোকেও এ ডাক শোনা যায়
কিন্তু এ হৃদয়বিদারী মূর্ছনা
রাত না হলে কেই বা দিতে পারে
দিনের মাঝে নানা কাজে নানা শব্দে
নানা বর্ণের আকর্ষণে ঘুরে মরি মৌমাছির মতো
তবু সাধ আর মেটে না
ঘোচে না তৃষ্ণাও
কৃত্রিম আলোয় অনেক রাতকেও করে তুলি রঙিন।
আন্তর্জালের ফাঁদে আটকে পড়ি মোহের বশে
তাই কি এই একটি রাত মুক্ত প্রকৃতির সান্নিধ্যে
সতর্ক করে যায় “চোখ গেলো “?
যদিও চোখ এতেও খোলে না
যে চোখ চলে যায় আমাদের
তাকে রক্ষা করতে হলে চাইতে হয় চোখ মেলে
ওই প্রভাতের ছাড়ানো মনোরম পুস্প-সম্ভারে
যায় তো বেলা যাক না , হোক না নষ্ট
দামি মুহূর্তগুলোর বেশ কয়েকটা
তবু যে ফুল অন্তরে ফুটে আছে
তা কুড়িয়ে নেবার তাড়নাতেই একমাত্র
দেখতে চাই চক্ষু প্রসারিত করে ভোরের নন্দন কাননে।
কবি পরিচিতি : শোভন দেব মন্ডল
বিঃ দ্রঃ লেখাটি মন_ও_মৌসুমী র #ত্রিমাসিক_লেখা_প্রতিযোগিতার (জানুয়ারি ,২০১৯) এর একটি Entry .
ফলপ্রকাশ জানুয়ারি ,২০১৯ এর দ্বিতীয় সপ্তাহ , পড়তে থাকুন -যোগাযোগ বজায় রাখুন #মন_ও_মৌসুমী র ওয়েবসাইট এর সাথে।
[…] ছোট্ট হাসি কে প্রতিবন্ধী!! চোখ-গেলো বেলা শেষে প্রতীকের দুঃখ| অনুগল্প […]