চন্দ্রবিন্দুর পরে

1
1875
Photo : Wikimedia Commons

শতাব্দী এগিয়ে এসেও
ফুটপাতে ওদের সাথে দেখা হয়ে যায় প্রায়ই।
অবাঞ্ছিত চন্দ্রবিন্দুর দল!
বৃষ্টি ভেজা রাস্তা জুড়ে তখন নেমে আসে চলচ্চিত্র।
অসময়ের কাঁটাতে বেজে ওঠে এলার্ম হঠাৎই।
সদর্থক কিছু বর্ণগুচ্ছ পরপর বসে শব্দ গঠন করে।  কেননা, রাস্তায় ডানা পেতে ওম নেওয়া ঘুঘুরাও জানে-

যেখানে বর্ণমালার শেষ,
বাক্য গঠন সেখান থেকেই শুরু হয়।।

দোলন দাস মণ্ডল,গন্তার, মেমারি, পূর্ব বর্ধমান

Poet Dolon Das

কবিপরিচিতি : পূর্ব বর্ধমান জেলার( বাংলা, ভারত) গন্তার গ্রামে (সন ১৯৮৯- এ) জন্ম। শৈশব থেকেই সাহিত্যানুরাগী। প্রথম অনুপ্রেরণা দিদি, বর্তমানে স্বামী । সাহিত্য সংকলন ‘উপমা’,’ছয়ে ছক্কা’ ও ‘আনন্দলোকে’ ছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকা-‘ সাহিত্য দর্পণ’, ‘আলোর দিশারী’,’স্মরণীকা’, ‘আলোর খোঁজে’, ‘সাঁকো’, ‘অন্য মধুকর’ প্রভৃতিতে কবিতা প্রকাশিত হয়েছে । প্রথম একক কাব্য ” এমনই কিছু গল্পেরা ” কিছু দিন আগেই প্রকাশিত হয়েছে । ভাষার সহজিয়া বোধ তার রচনাকে দেয় এক উন্মুক্ত আকাশ, অনুভূত হয় নব চেতনার আলো পাঠকের মননে, উজ্জ্বলতা ছড়ায় দিগ্বিদিকে।

 

বিঃ দ্রঃ কবিতাটি #মন_ও_মৌসুমী আয়োজিত “ত্রৈমাসিক লেখনি প্রতিযোগিতার (জানুয়ারি ,২০১৯)” কবিতা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। বিজয়ী  “মন ও মৌসুমী “র তরফ থেকে জিতলেন $30  গিফট কুপন(GiftBlooms.com) , 50% Off গিফট কুপন (wanderquest),একটি ট্রফি এবং সম্মানসূচক শংসাপত্র/ই -সার্টিফিকেট (BDO /শীর্ষ সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট জুরি সদস্যদের দ্বারা স্বাক্ষরিত Print Ready / মুদ্রণযোগ্য ই-সার্টিফিকেট)।
অনেক অভিনন্দন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here