Photo :brettcolephotography
ওদের পূজো নেই
ওদের বিসর্জন হয়েছে বহু আগে
ওদের ঘরে ফেরার অপেক্ষা করেনা কেউ
ওরা উত্তাল সমুদ্র থেকে বিচ্ছিন্ন
ওরা মোহনায় জেগে থাকা চরায় মরা ঢেউ
ওদের সন্ধান রাখেনা কেউ।
ওরা অতীতে বাঁচে
বর্তমানে ওরা উপেক্ষিত
ওদের ভবিষৎ বলে কিছু নেই
ওরা নিশ্চিত রূপে অনিশ্চিত
হেরে যাওয়াটাই ওদের জিত
আজ আর ওদের অভিযোগ নেই।
ওরা হেমন্তের ঝরা পাতা
ওরা সময়ের ফুরিয়ে যাওয়া খাতা
ওদের এখন আর বোধন নেই
আবছা স্মৃতির ঝাপসা দৃষ্টি
খরা রোদ কিংবা প্রবল বৃষ্টি
ওদের আর নিজস্ব ছাদ কিংবা ছাতা নেই।
ওরা এখন একলা বড়
এক তারাতেই নেই সুর
ওদের ঠিকানা ঠিক মনে নেই
হয়তো কোনো অচিনপুর।

কৃষ্ণ বর্মন
এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন "পূজোর-গন্ধ" "সচল-বিদ্যাসাগর" "সেই-কথাগুলি-আর-বলি-না" "সাম্য" "স্বীকৃতি" "শবযাত্রা" "কেরল-তুমি-ভাবালে" "অটল" "বুভুক্ষু-স্বাধীনতা" "ক্ষুদিরামের-জন্ম" "এখনো-বাকি-নাগাসাকি" "বাইশে-শ্রাবণ" "কেন-রে-মেয়ে" "নারী-তুমি-প্রমান-দাও"
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941