এসো

0
1497
Photo by Rijurekho Mondol

একরাশ শুন্যতা দিয়ে চলে গেলে তুমি ,
চেয়ার -টেবিলের মতো স্মৃতিগুলো ছড়িয়ে রয়েছে ,
কালো আকাশ ফুঁড়ে ফুঁড়ে ডাকে –
এসো একবার এসো।
তোমার গায়ে জোঁক ধরেছে ,নুন পড়েছে ,
সেই নোনতা স্বাদ চোখে টের পাই ,
আর তো আসবে না কোনোদিন ,
তাই না ?
তবু থেকে যাবে- এ মনের আনাচে-কানাচে ,
প্রতি বসন্তে , প্রতিটা শীতে।

 

কবি শুচিস্মিতা ত্রিবেদী

কবি শুচিস্মিতা ত্রিবেদীর কলম থেকে , বাংলায় , এম.এ , কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ছোট থেকে কবিতা পড়তে আর লিখতে বেশ ভালো লাগতো। বাবার থেকে লেখালেখির হাতেখড়ি আর প্রাপ্তবয়সে জীবন সঙ্গীর সহযোগিতা আজও কবিতা লিখতে আমাকে অনুপ্রাণিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here