Meaning of Life by M K Paul
কোনো কিছু নষ্ট হয় না ,
সব কিছু বদলে যায়।
কারোর যেমন রং ভালোলাগা ,
কারোর কাছে ছবি ,
রং -ই যদি নষ্ট না হয়
কি করে গড়বে ছবি !!!
এই যে আকাশ জুড়ে এতো নীল রং ,
চারিদিকে সবুজের মেলা ,
মাটির মেঠো রং আর গন্ধ ;
একি সব নষ্ট ?
মন জুড়ে ভিড় করা ভালোবাসা আর আক্ষেপ ,
ফিরে চাওয়া স্মৃতিরা ,
অনুভূতির আসকার-রা ;
এরা সব নষ্ট ?
না শুধু বদলে যাওয়া সময় !!!

কলমে মৌসুমী কুন্ডু
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941