কোনো কিছু নষ্ট হয় না ,
সব কিছু বদলে যায়।
কারোর যেমন রং ভালোলাগা ,
কারোর কাছে ছবি ,
রং -ই যদি নষ্ট না হয়
কি করে গড়বে ছবি !!!
এই যে আকাশ জুড়ে এতো নীল রং ,
চারিদিকে সবুজের মেলা ,
মাটির মেঠো রং আর গন্ধ ;
একি সব নষ্ট ?
মন জুড়ে ভিড় করা ভালোবাসা আর আক্ষেপ ,
ফিরে চাওয়া স্মৃতিরা ,
অনুভূতির আসকার-রা ;
এরা সব নষ্ট ?
না শুধু বদলে যাওয়া সময় !!!
কলমে মৌসুমী কুন্ডু
না, নষ্ট নয় , কলমের ছোঁয়ায় সব জীবন্ত।
ধন্যবাদ নীলু দি …
মন যদি নষ্ট না হয় ….তাহলে আর কিছু নষ্ট হয় না
মন নষ্ট হলেই মস্তিস্ক কাজ করে।
ভাগ্যিস কিছু নষ্ট হয়, না হলে যে ‘নষ্টনীড়’ হতো না।স্কুলে গল্প করে সময় নষ্ট করেছি বলেই না আজ মনে করার জন্য কত রঙিন স্মৃতি আছে।
একদম, নষ্ট মনে করলেই নষ্ট।
Khub sundor likhechis 👍
[…] একই সব নষ্ট আসছি সাত সাতটি বছর মা-র কালো মেয়ে তুমি চাহিদার বসবাস <- লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন […]
[…] লেখা পড়তে ক্লিক করুন একই সব নষ্ট ফাঁদ আর হাসি হিজিবিজি আসছি […]
[…] লেখা পড়তে ক্লিক করুন একই সব নষ্ট ফাঁদ আর হাসি হিজিবিজি আসছি […]
[…] লেখা পড়তে ক্লিক করুন একই সব নষ্ট ফাঁদ আর হাসি সব-বোকামি আসছি […]
[…] লেখা পড়তে ক্লিক করুন একই সব নষ্ট ফাঁদ আর হাসি সব-বোকামি আসছি […]
[…] লেখা পড়তে ক্লিক করুন একই সব নষ্ট ফাঁদ আর হাসি হিজিবিজি আসছি […]
[…] লেখা পড়তে ক্লিক করুন একই সব নষ্ট ফাঁদ আর হাসি হিজিবিজি আসছি […]
[…] লেখা পড়তে ক্লিক করুন একই সব নষ্ট ফাঁদ আর হাসি হিজিবিজি আসছি […]