একটু সহজ করে বল দেখি
কেমন লাগে আমায় ছাড়া
দিনগুলো তোর ;
কেমন লাগে দরজা খুলে
চুপচাপ ঘর , অলস সন্ধ্যে আর
একলা শীতের ভোর।
বেশ লাগে বল , একাকিত্ত্ব ,
খবর কাগজ ,মাথার অপর
চাপটা যেন কম ,
আগে পিছে বলবে না কেউ
ওই কাজটা বাকি আছে ,
ফেলবি সুখে দম।
এ সুখ, এ মায়া ক্ষণিক মাত্র ,
ফুরিয়ে আসা গুটি
কয়েক দিন ;
শুনতে পারছিস? পদধ্বনি !
আসছে তোর দিন “আবার”
“পরাধীন”।
[…] দুটি পাখি মা-র কালো মেয়ে গল্প উল্লাস তুমি শুধু তুই আমি […]
[…] দুটি পাখি মা-র কালো মেয়ে গল্প উল্লাস তুমি শুধু তুই আমি […]
[…] দুটি পাখি মা-র কালো মেয়ে গল্প উল্লাস তুমি শুধু তুই আমি […]