ঈর্ষা

0
1092
Photo : islam.ru

কারো কারো জ্বলে খুব কারো খুব ফাটে ,
শাঁখের করাত কারো দুদিকেই কাটে ।

কারো করে চিড়বিড় সবেতেই ব্যথা ,
চেটে কেউ মজা পায় শুধু চোখা কথা ।

কেউ কেউ জ্ঞানপাপী জুড়ি নেই তার ,
সব নখদর্পনে গুগল তো ছার !

ভালো কিছু দেখলেই কারো চোখ কানা ,
ব্যঙ্গতে দড় কেউ ব্যাঙ্গমীর ছানা ।

কারো সুখে কারো কারো উড়ে যায় ঘুম ,
বিদ্রূপে যত বিষ ছড়ানোর ধুম।

কারো আসে টিটকারি ঠ্যাং টেনে খুশি ,
খোঁজ নিয়ে দেখো সে যে আগাগোড়া ভুষি !

উন্নতি দেখে কারো শোক বুক জুড়ে,
না পাওয়ার পোকাটা যে খায় কুরে কুরে ।

এই সব সিনড্রোম থাকে যদি কারো ,
ভ্যাকসিন আছে কিনা খোঁজ নিতে পারো !

মলমে না কমবে ওষুধে না সারে ,
এ রোগের বিষ শুধু বিষহরি ঝাড়ে ।

ইগোর বোতলে তাই যত আঁটো ছিপি ,
অসুখী কাঁকড়া তুমি ঈর্ষার ঢিপি ।

 

কাকলী রায় ঘোষ

–কাকলী রায় ঘোষ

 

 

 

 

লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন "বউ পাঁচালী কথা"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here