অভিনন্দন তোমাকে, অভিনন্দন ।
অর্জুন তোমরা,
তোমরা হেঁটে যাও দুর্গম গিরি পথে,
লক্ষভেদ করো পর্যাপ্ত ঘর্মাক্ত রক্ত শাণিত লক্ষে,
আমরা স্থির অবিচল আমাদের শান্তির সূর্যোদয়ে
অর্জুন তোমরা-
আমরা কুরুক্ষেত্রের স্থানীয় বাসী
তবু আজও –
এই অপর্যাপ্ত বুকে ভারত কে ভালবাসি।
আজ তোমার, তোমাদের চলার পথে-
আমার স্যালুট।
উড়াল যারা pulwama,
বোধহয় ভুলেছিলো তারা উড়ির মিলিটারি দাপট
ভুলেছিল তোমার ,তোমাদের অব্যর্থ তিরন্দাজি
আসলে অর্জুনকে ভুলেছিল,
বোমার ধোঁয়ায় মনের অন্ধকারে লুকিয়ে ফেলেছিল
ওরা ভুলেছিলো ভারতের আকাশ-
যা কিনা শত সহস্র অসন্মানেও
ছাড়বে না একচুল সোঁদা মাটির সুবাস।
অভিনন্দন তোমাকে অভিনন্দন
অর্জুন তোমরা –
তোমাদের কাঁধের ভারী বুলেটের বহন,
তোমাদের বুকের ক্ষতভরা বন্দুকের খোঁচা,
আর আমার মুখে হাসির অহংকার,
সব যেন মিছে ,সব যেন অচেনা
সব যেন আলো আধারীর খেলা,
যদি না দেখি জয়ের সূর্য
এ জীবন যে বৃথা।
তাই অভিনন্দন তোমাকে ,অভিনন্দন
তুমি ,তোমরা জানালে আমাদের-
যুদ্ধ আসলে মনস্তাত্ত্বিক ,
যুদ্ধ আসলে গণতান্ত্রিক,
যুদ্ধ আসলে বীরের জিতে ফিরে আসা,
জয়ের মালা নিয়ে অপেক্ষায় শত শত ভারতীয়
তাই আজ-
অভিনন্দন ,অভিনন্দন -অভিনন্দন তোমাকে।
নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি।“
Daruun….Nilanjana tomakeo abhinandan