অনেক হল

1
1703
Photo : zodiacfire.com

অনেক হল বন্ধু খোঁজা ,
এবার থেকে বন্ধ।
অনেক হল রেষারেষি
মন নিয়ে সব দন্ধ।

অনেক হলো বোকা সাজা ,
চতুর হলাম কই।
অনেক হলো চিনচিনে বুক,
চাই না আর সই।

ঝাঁঝরা করা বুকে এবার,
যতোই মারিস ধাক্কা।
খুলবে না আর মন-দরজা
খবর জানিস পাক্কা।

অনেকে হলো ভিড়ের মাঝে
হাতটা ধরে চলা।
অনেক হলো সব এড়িয়ে
তোর কানে সব বলা।

সব ভুলেছি, বললে মিছে
বলা হয়ে যায়।
ভুলতে চাই, ভুললাম কি?
ভুলতে পারা যায় ?

তাই,
ঝাঁঝরা করা বুকে এবার,
যতোই মারিস ধাক্কা।
খুলবে না আর মন-দরজা
খবর জানিস পাক্কা।

 

মৌসুমী
#মন_ও_মৌসুমী

 

 

 

 

Photo : Grit and Glory

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here