অনেকটা সময় এমন-ই

0
1070

অনেকটা সময় এমন-ই কেটে যায়
অনেকটা সময় ঠিক এমন-ই ,
মুহূর্তে অন্ধকার ভালোবেসে জড়িয়ে নেয় ,
ছত্রাক ছত্রাকে ছেয়ে যায় মন,
সীমাহীন নীল আকাশ থেকে ঢের ভালোলাগে
গাঢ় কালো শিকলের রং।
দিনশেষে অভিমানের কান্নারা
নিজের উত্তরে খুশি খুঁজে নেয় ,
যাযাবরের ন্যায় উদ্ভ্রান্ত প্রাণ
হারিয়ে যেতে শুরু করে নিরালায় , দূর দূরান্তে
সন্ন্যাসিনীর আশা আবেগ সবে মাত্র পাখা মেলে ,

আর ঠিক তখনি , চেতনা ফিরে পায়
সেই হারিয়ে যাওয়া , না ভালোলাগার “আমি-কে ”
‘আমি’ , যা থেকেও নেই , যা থাকলেও সর্বকল্লোলে অদৃশ্য,
যার নেই প্রতিষ্ঠা , নেই পরিচিতি,
যার কণ্ঠ , দূষণ স্বরূপ-ও পৌঁছায়না কারোর কানে ,
যে ‘আমি’ আজ নিজেকে ভুলেছে , ভুলতে শিখেছে
সেই ‘আমি’কে নিয়ে আবার কয়েক ঘন্টা অথবা দিন
তারপর , তারপর আবার হারিয়ে যাওয়ার খেলায়
মেতে ওঠে স্নায়ুরা।
আর শুরু হয় , আরো কিছু সময় ঠিক এমন-ই
অনেককক -টা সময় ঠিক এমনই
অনেকটা সময় আবার এমনই কেটে যায়।

 

Mousumi Kundu Paul

#মৌসুমী
#মন_ও_মৌসুমী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here