এইযে এই হায়না রাজ, কেন নিপাত যায় না রাজ?
এই দেশেতে হাসবি মেয়ে? মরবি শেষে নরক পেয়ে।
হিংস্র দানব ঘাপটি মেরে, ভর দুপুরেও নেশার ঘোরে।
কামের নেশায় বুঁদ হয়ে সে, শূল বেঁধাবে যোনি’র দেশে।
চোখ খুবলে কোটর পেলে! তার ভিতরেও বীর্য ঢালে।
জিভ কেটেছে দাঁতের চাপে, ধর্ষক পুংলিঙ্গ মাপে।
শুধু একটা শরীর চাই, বিকৃত কাম করবে ছাই।
একের জিভে লালা যখন, উল্টো দিকের রক্ত তখন।
মেরুদন্ড গুঁড়িয়ে গেলে, মাত্র ক’দিন চর্চা চলে।
তার পরে তে সবাই চুপ, ধর্ষক দের রাজার রূপ।
নিঝুম রাতে ইশারাতে, যন্ত্রণারা অগ্নিতাপে-
স্তব্ধ হবে। চেষ্টা খুব, বন্ধ করতে সবার মুখ।
অভিশাপ হয়ে আসুক নেমে, যন্ত্রণারা মনের কোনের।
ছারখার হোক সেই সে তারা, যাদের জন্য যন্ত্রণারা
পায় নি বিচার। অন্ধকারে, ন্যায়ের জন্যে হাতড়ে মরে।
মরেই বেঁচে গেছিস তুই, আমরা ভয়ে রাত কাটাই।
মুহূর্ত দের ত্রাসের মতন, আমরা করি রাত্রি যাপন।

কলমে সুমনা মুখোপাধ্যায়

পরিচিতি : চন্দননগর গভঃ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক। বর্তমানে বাড়িতে ইংরেজি ও বাংলা মাধ্যমের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দিই। কবিতা লিখতে, গান গাইতে ভালোবাসি। অবসর সময়ে বই পড়ে , গান শুনে দিন কাটে। এছাড়াও নানারকম হাতের কাজের জিনিস বানাই। এভাবেই আমার দিন যাপন। 


 

2 COMMENTS

  1. কঠিন, হিংস্র, ঘৃণ্য বাস্তব…. সমাজের প্রতিচ্ছবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here