Tag: Poem by Mousumi Kundu Paul
মনে থেকে যায়
হাসিটা বড্ড তীক্ষ্ণ ছিল
ঠিক যেন তীরের মতো
ছুটে এসে লাগলো ,বটে
বুকের মাঝ বরাবর। ।
দুপুর ছিল, না, রাত
হয়তো পেরিয়ে যাওয়া প্রভাত।
হাসি ছিল ,থাকবে ,আর
আঘাত হানবে সজোর।...
সময় থেকে পিছিয়ে
শীতাতপের হাওয়ায় বসা
বাবুর ভারী মেজাজ।
অফিস টাকায় কফি
খেয়ে, পেটে পড়ছে ভাঁজ।
কি কাজ করে , কি যে করছে ?
ভাবে, দিনের শেষে বসে
কপি পেস্ট আর পেস্ট কপি...