Tuesday, November 5, 2024
Home Tags Bengali poem by Mousumi Kundu Paul

Tag: bengali poem by Mousumi Kundu Paul

শুধু তুই

একঝাঁক পাখির কলরবে ভোরের আলোই চোখ মেলাতে স্তব্ধ ঘরের শব্দবোমায় ঘরের আনাচে কানাচে খোলা চোখের স্বপ্নে খিলখিল হাসিতে, মা নামের মাঝে হ্যাঁ শুধু, আছিস তুই.. সকাল সন্ধ্যে  অবাক প্রশ্নে , অবিরাম দুপুরের দুষ্টুমিতে, পুতুল ঘর ভাঙ্গা গড়ায় মায়ের পিছে রান্না ঘরে চোখ রাঙানো বকুনিতে মা র কোলে ঝাঁপিয়ে পড়ে আদর নিতে, হ্যাঁ শুধু তুই.. আদর করে অনেক নামে, হিয়ার মাঝে হিয়ু হয়ে, গিনি ছাড়া অন্ধ ধরা. বাবি হাকটা একটু কড়া. খেলতে পেলে বেজায় খুশি. কান্না হাসির লুকোচুরি, হ্যাঁ শুধু তুই, আছিস, জীবন জুড়ে.. কেউ নেই বলে কাঁদলে পরে ছোট্ট দুহাত গলা জড়িয়ে ধরে "আমি আছি মা ", বলে যখন প্রাণটা জুড়ায় , জুড়ায় মন ছোট্ট  মা র স্নেহের  ডোরে দুঃখ কষ্ট সব দুরে ফেলে হ্যাঁ শুধু তুই , আছিস, হৃদয় জুড়ে এমন সময় হঠাৎ করে, যম ও যদি এসে পরে.. তীব্র কড়াই  স্বপ্ন​ভেঙ্গে নিয়ে যেতে চাই তার সনে বলব ভাই, সবুর করো “মেয়েটা কে  আগে মানুষ করি” দেখা হবে, অপেক্ষায় , অন্তত,বছর কুড়ি … -----মৌসুমী

MOST POPULAR