Tag: মৌসুমী
বুকের ভেতর নদী
প্রতিটি মানুষের বুকের গভীরে ,
কোথাও এক নদী বয়ে গেছে
অনাবিল ,ঠান্ডা , যা স্পর্শকাতর।
সেখানে সময় অসময়ে হয় কত নৌকাডুবি ,
সেখানে ফোটে পদ্ম -শালুক
কখনো সেখানে, কচুরিপানার...
স্বাধীনতার ভোজ
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন খাই যেন ভালো ভালো থালি।
ব্যাগড়া না করে যেন কেউ খাওয়ার ক্ষণে,
সকালে উঠিয়া এই বলি মনে মনে।
আঃ, বিলিতি বিস্কুট...
মরিবার তরে
শরীর জ্বলুক; মন যেখানে শুধু জোড়াতালি।
প্রেম যেখানে দ্বায়িত্বশীল;আর মুখময় সব কালি।
মুখের আর দোষ কি বল, মুখ যে মনের ছাপ ,
যতই কথা লুকোস মন ,...