আঁচল টেনে যতন করে
মায়ের আদর একই ধারা,
স্নেহ দেখেনা বিচার করে
কারা মুসলিম আর হিন্দু কারা-

মনের গলি দুই পাড়েতেই
ভালোবাসার কাঙাল খোঁজে,
গানের সুরে নোয়ালে মাথা,
সেই গানেতে দেশকে বোঝে l

কিসের লাইন আর কতটা তফাৎ
জানতে গেলে হারিয়ে যাবে-
দুই পাড়েতেই বাংলা আজও
প্রাণের ভাষা সমান ভাবে l

তোমার দেশ -আমার দেশ,
মানুষগুলো আলাদা নয়-
সরিয়ে দিলে মনের বিভেদ
তারের কাঁটাও তুচ্ছ হয় ll

 

 

কলমে সায়নী ব্যানার্জী

পেশায় লেখিকা l বিভিন্ন পত্রিকাতে নিয়মিত লেখার পাশাপাশি অনুবাদ সাহিত্যের সাথেও দীর্ঘদিন ধরে যুক্ত lতার কবিতা,গল্প,অনুবাদ নিয়মিত ভাবে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়ে থাকে l



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here