সুন্দরবনের পাশে

1
879

এবছর কোনো উৎসব নেই , নেই কোনো পর্ব বা পার্বন। আছে শুধু হাহাকার , মন্দা , বিষণ্ণতা আর মৃত্যু। এই বছর, পৃথিবীর ইতিহাসে তো বটেই ভারতের ইতিবৃত্তে লেখা থাকবে এক অধ্যায়, বিষ কালো অধ্যায়। করোনা ভাইরাস এ সংক্রামিত মানুষের সংখ্যা আজ এই দেশে ১ লক্ষ ৭৩ হাজার , সাথে পঙ্গপালের হামলা , আর তার সাথে আমার সোনার বাংলা ভেসে যাচ্ছে আমফানের অভিশাপে।

ঘরবন্দি জীবনে চার দেওয়ালে মাঝে থাকতে থাকতে আমরা যখন হাপিয়ে উঠছি , ঠিক তখনি অসংখ্য শত-সহস্র মানুষ , আমার ,আমাদের বাংলার মানুষ তাদের মাথার ছাদ হারিয়েছেন , কারোর আবার সেইটুকুও গেছে জলের তলায়। বাংলার সব থেকে যে অংশ বরাবরের মতো বেশি মাত্রায় প্রভাবিত , সে আমাদের সুন্দরী সুন্দরবন। দূর থেকে বসে চোখে দেখে নিলেও তাদের পরিস্থিতি বোঝার দূরদর্শিতা আমাদের কারোর নেই। একটা ত্রিপল , এক প্যাকেট মুড়ি সংগ্রহের জন্য শত শত মানুষের লাইন। পশ্চিমবঙ্গ থেকে যেহেতু সুন্দরবনের যোগাযোগ একটু হলেও অসম্বদ্ধ, সে দূরত্ব হোক বা নদীর কারণে , তাই যথাযথ ভাবে মানুষের কাছে পৌঁছেছে না ত্রাণ সামগ্রী। তবে অসংখ্য আবেগপ্রবণ মানুষ এবং এনজিও আজ দাঁড়িয়েছেন সেই সমস্ত মানুষের পাশে। আর সেই কাজে আমরা ‘মন ও মৌসুমী ‘ টীম যদি কোনোভাবে সাহায্যের হাত বাড়াতে পারি, এর থেকে সৌভাগ্যের বোধহয় কিছু হয়না।

আমাদের কাছে এর আগেও অনেক গুলো এনজিও এসেছেন , সাহায্যের জন্য , আমরা যতটুকু পেরেছি দিয়েছি। এবার ‘মন ও মৌসুমী’র পাঠকদের কাছে হাতজোড় করে অনুরোধ , দিন না ১০টা বা ১০০টা টাকা , যে টাকা আজ ঘরবন্দি না হলে আপনি হেলায় উড়িয়ে দিতেন , দিন না এবারের উৎসবের জন্য জমিয়ে রাখা কিছু টাকা, কটা মানুষ খাবার – ত্রিপল -শুদ্ধ জল পেলে, আমার-আপনার এ বছরের উৎযাপন না করতে পারা অনেক উৎসবই সেই অর্থে সার্থক হবে।

‘মন ও মৌসুমী’ যুক্ত হলো ‘নারিদানা স্বপ্নসন্ধানে’র সাথে , সুমিত মন্ডল মহাশয় এই প্রকল্প নিয়ে ইতিমধ্যে আমফানে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষের পাশে পৌঁছে গেছেন । আশা করবো আপনারা সবাই অল্প কিছু সাহায্য করুন। আপনার প্রদেয় #সামান্যতমদশটাকার সহযোগই এই প্রান্তিক মানুষজনের জীবনে অসামান্য হয়ে উঠবে।

‘নারিদানা স্বপ্নসন্ধানে’র সহযোগ গন্তব্যঃ👇

NARIDANA SWAPNOSONDHAN 
A/C No:50328365312
IFSC:ALLA0210834
Bank Name: Allahabad Bank
Branch:Subuddhipur,Baruipur
For online transaction :
kirannaskarsun@okhdfcbank
g-pay: 8420155671

 

‘মন ও মৌসুমী’ যুক্ত হলো ‘হৃদমাঝারে – একটি সামাজিক প্রচেষ্টা‘র সাথেও। এই পরিবার থেকে গার্গী লাহিড়ী মহাশয়া , তার যথার্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন , আমফান এ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। আগামী সোমবার মানে কালই অর্থাৎ ১লা জুন আমফান বিধ্বস্ত নামখানা ব্লকের তারিক পুর গ্রামে পৌঁছে যাবে #হৃদমাঝারে পরিবার। তাদের প্রয়োজন- ত্রিপল, মশারী, জিওলিন, ব্লিচিং পাউডার, মোমবাতি, শুকনো খাবার, ওষুধ, ORS .

সম্ভব হলে দয়া করে এগিয়ে আসুন আপনাদের সাহায্য এখন ওই মানুষগুলোর একান্ত প্রয়োজন।হৃদমাঝারের প্রচেষ্টাকে কে সাহায্য করতে যোগাযোগ করতে পারেন 7980431601
গুগল পে/ পে টি এম / ফোন পে / ভীম …. করতে পারেন নীচের নম্বরে 👇

 

‘মন ও মৌসুমী’ যুক্ত হলো ‘প্রচেষ্টা; বসিরহাটের একটি এনজিওর সাথে , যারা সিদ্ধান্ত নিয়েছেন সুন্দরবন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাবেন, তাদের পাশে দাঁড়াবেন। ‘প্রচেষ্টা’, তাদের অর্থনৈতিক সাহায্য এখন খুবই প্রয়োজন। অনুরোধ আপনার সাধ্যমত অর্থনৈতিক সাহায্য এদের করুন।।

একাউন্ট এর ডিটেলস নিচে দেওয়া হলো: এছাড়াও রয়েছে নম্বর PhonePe Online Number 7001294956….

সাহায্যের হাত বাড়িয়ে দিন .. আমফান – সুন্দরবনের মানুষের জন্য…

 

Mousumi Kundu

ধন্যবাদান্তে ,

মৌসুমী কুন্ডু  (মুখ্য সম্পাদক)

 

1 COMMENT

  1. প্রচেষ্টার এই উদ্যোগ সফল হোক। খুব ভালো লাগছে আপনার এগিয়ে এসেছেন দেখে। অনুরোধ রইলো আপনারা আমাদের পাশেও থাকুক। আমরাও বছরের বিভিন্ন সময় এই ধরনের কাজ করে থাকি। সুন্দরবনের জন্যও সংগ্রহের কাজ চলছে।
    ধন্যবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here