মা দূর্গা আসছে

0
2165
পেজা তুলোর মতো গন্ধে ভরা আকাশ
একটু ভেজা ভেজা আবার পরিষ্কার বাতাস
বাংলার প্রায় চারিদিকে কাশফুলের মেলা
ভোর বেলায় শিউলি ফুলের সৌরভ ।
বাঙালির মনে একটা চাপা আনন্দের ঝলকানি
পূজো আসছে যে, মা দূর্গা আসছে….
সারা বছর মানুষের মনে –
যত দুঃখ কষ্ট, যত রোগ ভোগ ,
সব কিছু ঘুচিয়ে দেবে মা এবার এসে।
মায়ের ঐ অসুর বধের ভুবন ভুলানো রূপ
বাংলার দিকে দিকে –
অধর্ম…অন্যায়… অবিচার… অত্যাচার
সব কিছু দূরে সরিয়ে
আগামী বছর বেঁচে থাকার রাস্তা দেখিয়ে যাবে।
পুজো আসছে যে….
মা, আমরা তোমার ভালোবাসায় মগ্ন হব,
আর হৃদয় দিয়ে তোমায় প্রণাম জানাবো ।
মা দূর্গা আসছে….

কলমে বিকাশ রায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here