মুম্বাই থেকে প্রকাশিত একটি জনপ্রিয় ষাণ্মাসিক সাহিত্য পত্রিকা লাবণ্য। কবিতা, গল্প, ভ্রমণকাহিনী এবং বিশেষ লেখনীতে সজ্জিত ষাণ্মাসিক সাহিত্য পত্রিকা ‘লাবণ্য’, একদিকে যেমন সময়ের, সমাজের দর্পণ, অন্যদিকে তেমনই নান্দনিকতায় পূর্ণ। লাবণ্যর বিভিন্ন সংখ্যায় প্রকাশিত কবিতা, অণু কবিতা, গল্প, অণুগল্প আপন স্বকীয়তায় ভাস্বর। গুচ্ছ কবিতা, অনুবাদ কবিতা, হাইকু লাবণ্যর বিভিন্ন সংখ্যার প্রিয় বিভাগ। লাবণ্যর অন্যতম আকর্ষণ ‘বিশেষ লেখনী’ বিভাগে বিভিন্ন সংখ্যায় পেয়ে থাকি অত্যন্ত মূল্যবান কিছু প্রবন্ধ। অজানা তথ্যে পরিপূর্ণ, বিষয়বৈচিত্র্যে আকর্ষণীয়, বিশ্লেষণে সমৃদ্ধ সেই সমস্ত প্রবন্ধ লাবণ্য পত্রিকাকে পৌঁছে দেয় এক বিশেষ মানে। লাবণ্যর বিভিন্ন সংখ্যার ‘ভ্রমণ’ বিভাগের লেখায় চিত্রিত হয়ে ওঠে বৈচিত্র্যময় এই দেশের তথা দেশের বাইরের ভ্রমণ যোগ্য বিভিন্ন স্থানের অবর্ণনীয় চিত্রকল্প। সেই সমস্ত ভ্রমণ কাহিনী লাবণ্যর পাতায় আকর্ষণীয়ভাবে সজীব হয়ে ওঠে লেখকের চাক্ষুষ অভিজ্ঞতা সমৃদ্ধ এবং রসজ্ঞ বর্ণনায়।
লাবণ্যর এই ষষ্ঠ সংখ্যা (ই বুক) , ২০২১, উপহার হিসেবে অর্পণ করা হলো সুধী পাঠক বৃন্দের উদ্দেশ্যে।
নিচে দেওয়া ই বুকটি পড়তে swipe করুন।
বইটি প্রিন্ট কপি হিসাবে নিতে গেলে যোগাযোগ করুন monomousumi@gmail.com বা হোয়াটস্যাপ করুন ৯৮৬৯৮০৭৬০৩ নম্বর এ।
‘মন ও মৌসুমী ‘ প্রকাশিত আরো বাংলা বই এর তালিকা দেখে নিতে নিচের লিংক এ ক্লিক করুন –