ছবি : মন ও মৌসুমী

কি কি লাগবে?

১) অ্যালেও ভেরা জেল/ ব্লু হেভেন প্রাইমার
২) গোলাপ জল, ভিটামিন e ক্যাপসুল।
৩) ব্লু হেভেন সেটিং স্প্রে
৪) স্কিন ওয়াইজ নরমাল পাউডার।(ল্যাকমে হলে ভালো )
৫) ফেস ক্রিম ( vico turmaric/ lakme cc cream)
৬) লিপস্টিক, আইলাইনার, বিন্দী।
৭) যে কোন লাইট লিপ লাইনার।

পদ্ধতি

স্টেপ ১ – প্রথমে মুখে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
স্টেপ ২ – মুখে মশ্চারাইজার লাগিয়ে নিন এলোভেরা জেল মশ্চারাইজার
হিসেবে খুব ভালো অল্প পরিমাণে নিয়ে মুখে নাকের পাশে লাগিয়ে নিন।
স্টেপ ৩ – মুখে অল্প পরিমাণে ভিকো ক্রিম ইউজ করুন।তৈলাক্ত ত্বকে দরকার নেই
স্টেপ ৪ – মুখে যেকোনো ফাউন্ডেশন বিন্দু বিন্দু করে লাগান এবং পরে সেটিংয়ে ব্রাশ ,নরমাল ব্লেন্ডিং করে নিন হাত দিয়ে।
স্টেপ ৫ – এর পর যে কোনো ফেস পাউডার দিয়ে অল্প ড্যাপ করে লাগান চোখের নিচে বেশি ড্যাপ না করাই ভাল এতে চোখের তলায় নরমাল বলিরেখা গুলো কম বোঝা যায়।
স্টেপ ৬ – পর লিপ লাইনার দিয়ে লিপ কে কোট করুন একটু লাইট লিপলাইনার বেস্ট যে কোনো লিপের জন্যই তার আগে ভেসলিন একটু লাইট করে অ্যাপ্লাই করলে লিপ ময়সট থাকে,এরপর নিজের পছন্দের লিপস্টিক ইউজ করুন, ব্রাউন শেড টি সব লিপ এ যায়।

চোখে লাইনের ইউজ করুন শুরু করে এতে চোখ বড়ো লাগে আর বড়ো চোখ সুন্দর লাগে।
কনটর করতে পারেন নাকের পাশে সোজা সুজি লম্বা লাইন করুন সেটিকে ফেস পাউডার সমেত ব্লেন্ড করুন , চোয়ালে লাইট করে দিন এবং ব্লেন্ড করুন।
লাস্ট এ গোলাপজল ই ক্যাপসুল দিয়ে মিশেয়ে নিন এর পর দূরত্ব রেখে ঝাকিয়ে নিয়ে মুখে স্প্রে করে আবারো ব্লেন্ডিং করে নিন।

 

অনুশ্রীতা বিশ্বাস

একজন  ট্রেনি টিচার, নিউ বর্ন রাইটার, অ্যান্ড আলসো লাভ টু ডু ড্রইং , প্র্যাকটিসিং ডান্স,অ্যান্ড হিউজ লাভ অফ মেকআপ অ্যান্ড স্কিন রিলেটেড টপিকস, বাই প্যাশন মেক আপ আর্টিস্ট।



 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here