ধর্ষিতা বালিকার এখন
তীব্র ভীতির বন্যা বইছে।
ঘরের এক কোণে নিজেকে জাপটে
রেখেছে। হিংস্র দেহ লোভী পশুর
ভয়ে। গুমড়ে গুমড়ে মরছে।
সে রক্তের বর্ণে মৃত্যু চিনেছে আজ।
এই লোভী পৃথিবী তার জন্যে
সুরক্ষিত ঠিকানা দেয়নি।
বরং স্বাধীনতার নামে
ছলনা করেছে, শুধু ছলনা।
বালিকার কান্নায় বিষ মিশেছে
সেই গরলে ধর্ষকের লালসা জমে আছে।
বালিকা জাগো, অধিকারের ভাগ নাও
তীব্র কঠোর করো বিধির বাণী
নিষ্ক্রিয় আয়োজনে বৃথা সমাজ
ছুটে যাও নারী প্রতিবাদ করো আজ।
কলমে কৃষ্ণ রায়