একি সব নষ্ট ?
কোনো কিছু নষ্ট হয় না ,
সব কিছু বদলে যায়।
কারোর যেমন রং ভালোলাগা ,
কারোর কাছে ছবি ,
রং -ই যদি নষ্ট না হয়
কি করে গড়বে ছবি...
নৌকাডুবির পর
তোমার চলে যাবার দিকে তাকিয়ে থাকতে থাকতে
জীবনে প্রথম নৌকাডুবি দেখেছিলাম ।
কতো সহজে হাত নাড়তে নাড়তে তুমি
জলের আড়াল করে নিলে
যেন কোন মাছরাঙা মেয়ে ।অথচ সবাই...
দীন ভিখারি
পথের ধারেই রইনু বসে,
পথ যে আমার ঘর।
পথই আমার সঙ্গী আপন,
আর যে সবাই পর।
দীন ভিখারি বেশে যখন
তোমার দ্বারে আসি,
ভিক্ষা...
রূপকথা-চুপকথা
তুমি তখন,আদুল গায়ের
ইজের পড়া সুন্দরী।
লোকে বলতো, অমুক বাবুর
ওই মেয়েটা বান্দরী।
জানো,আমি তখন কেমন
যেন,দুঃখ পেতাম মনে,
পাবোনা কেন?তুমি যে আমার
খেল্লাবাটি র কোনে।
তুমি তখন একটু বড়ো
বয়স নয় কি...
ছোটবেলা!ছোটবেলা!
ঐ মেয়ে, কি করিস জানালায় দাঁড়িয়ে?
মনে পড়ে তোর ছোটবেলা? বুড়ি বসন্ত, হিঙেডাড়ী?
ঝালঝুপ্পা? চু-কিত্-কিত্-তা?
আরও আছে দাঁড়া, হুঁ , এজিক-মেজিক-সেজিক-সা!
আরও আছে, আমগাছ, জামগাছ।
মনে পড়ে? কি বললি?...