অসম্ভব সুন্দর লাগে
মাঝে মাঝে সবকিছু,
অসম্ভব ভালো লাগার
মূর্ছনায় ভেসেও যাই।
আবার ভীষন ভাবে
অসহিষ্ণুতার জীবাণুতে
সংক্রমিত ও হয়ে যাই।
সবকিছু অসহ্য লাগে
মনে হয় দুমড়েমুচড়ে
শেষ করি আমার
সৃষ্টি গুলো।
অস্হিরতায় ক্ষিপ্ত হয়ে উঠি,
তখন আর তৈরি হয় না
অনুভূতির সংলাপ,
অসুন্দরের দেবতার
শাপে তখন অভিশপ্ত আমার
শব্দ অক্ষরের প্রকোষ্ঠো।
চারিদিকে শোনা যায়
বিষাধর সাপের হিসহিসানি
অবরুদ্ধ আমার আবেগ
আমার সৃষ্টি।
তবুও ভালো লাগার
আবেশে বিভোর হয়ে
থাকতে ইচ্ছে করে,
ইচ্ছে করে অসুন্দরের
দেবতাকে বাঁশীর সুরে
আচ্ছন্ন করে রাখতে।
তোমরা ফুল ফোটাও
প্রজাপতির রং এ
মিশিয়ে নাও
নিজেকে।
ভিজিয়ে নাও ঝিরঝিরে
বৃষ্টিতে নিজেকে।
ঘুমপাড়ানি গানের সুরে
মূর্ছীত হয়ে যাক
অমঙ্গল ও যা কিছু
অসুন্দর।
আমরা ভালোবেসে যাই
শুধু চিরন্তন সুন্দরের
পূজারী হয়ে।।
–প্রবীর ভদ্র
প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”
প্রবীর ভদ্র এর আরো লেখা পড়তে ক্লিক করুন "স্মৃতি-চারণ" "জীবন-কড়চা" "আবাহন" "বন্ধ্যা-কবিতা" "দেবীপক্ষ" "স্বাধীনতার-একাকীত্ব" "স্বাধীনতা-যখন-পণ্য" "ফাউন্টেন-পেন" "লজ্জা"