মেঘ রোদ্দুর মেঘলা দুপুর
জল টলমল পদ্ম পুকুর,
মেঘের পায়ের জলের নুপুর
বৃষ্টি পড়ে জুমুর জুমুর।।
ভীষণ ঢলে, পাহাড় টলে
কল কলিয়ে ঝর্ণার চলে,
রাখাল ভিজে কাজের ছলে
খুশির নাচন ব্যাঙের দলে ।।
খালের ধারে, নদীর পাড়ে
ডিঙ্গি বাঁধা সারে সারে
বক সারসী ডানা ঝাড়ে
বেনুবনটি নজর কাড়ে!
মনটা হারায় মেঘ আঁধারে
কাঁদছে আকাশ এই আষাঢ়ে
ওমা সেকি! হচ্ছেটা কি?
আকাশটা কি আজ পাগল নাকি?
মেঘগুলো সব পড়ে গেলে –
আকাশ জুড়ে থাকবে এটা কি?
ঘরের কোণে, আপন মনে –
ভাবছে বসে উদাস ভাবুক,
বাদল শেষে, উঠল হেসে –
সাত রঙা এক বাকাঁ ধনুক।
কলমে মেহারুন নেছা অরিন, বাংলাদেশ