যে বিশ্বাসে বিষ মিশে গেছে
সেই বিশ্বাস থাক,
ভালোবাসতে ঘুন ধরে গেলে
তার ছাপ-গন্ধ মুছে যাক,
যে নিয়ন্ত্রণ গতি হারিয়ে
স্থির করেছে আপন লক্ষ্য,
চাইলেও কি পারবে ফেরাতে
(ঈশ্বর, নও , তুমি ‘)
নও তুমি এতো দক্ষ।
সম্পর্কে টান পরে গেলে
বৃথা তাতে গিট্ বেঁধে,
ক্ষুদ্রান্তে পোকা ধরে গেলে
লাভ কি ,কিছু রেঁধে !
যে চলে গিয়ে ফিরে তাকাইনি
বৃথা তার পানে পথ চাওয়া,
এর থেকে ঢের ভালো হতো
ভাটায় কিশতি বাওয়া.
সময় যেখানে শেষের পথে
কিবা দিন আর কিবা রাত !
শেষ চাহনিতে প্রিয়জন চাই
শেষ প্রশ্বাসে দুটি ভাত।
তবু চিন্তা আর ভাবনারা
ক্রমাগত করেছে তাড়া,
তুমি ভালো নেই, আমিও এক-ই
ভেবে ভেবে বেলা সাড়া ;
তাই ভাবনাকে বিশ্রাম দিয়ে
চিন্তাকে দাও ছুটি;
ফসকে যাচ্ছে সময় এখন
খুললেই “শুন্য মুঠি”
ভালো থাক আর কেটে যাক দিন
যে যেমন চাই আজ বেঁচে নিক
হয়তো আগামী চোখের পলকে
আলো নেই, আছে আঁধারের দিক।
আলো নেই, শুধু ,আছে আঁধারের দিক।
©মৌসুমী কুন্ডু