আলেখ্য -সংস্করণ-১ (পূজা সংখ্যা) ডিজিটাল পত্রিকা | লেখা পাঠান

লেখা পাঠান

0
2684

‘মন ও মৌসুমী’র নতুন সংযোজন ‘আলেখ্য – ত্রিমাসিক ডিজিটাল পত্রিকা- ২০২০‘। আর অন্য পাঁচটা পত্রিকার মতো নতুন আর পুরোনোকে মিশিয়ে এক চিরন্তনের প্রয়াস। তবে একটু অন্যভাবে পড়া, এবার অন্তর্জালে গল্প -কবিতা -ভ্রমণ -সিনেমা -প্রবন্ধ বা আলোচনা , সব পাবেন পড়তে। এই পত্রিকার শুধু ডিজিটাল সংস্করণ বের হবে প্রতি তিনমাস অন্তর। সংস্করন থাকছে সবার জন্য একেবারে বিনামূল্যে।

বিভাগ

গল্প- (অনধিক ১৫০০ শব্দ )
প্রবন্ধ -(অনধিক ১২০০ শব্দ )
অনুগল্প (অনধিক ৫০০ শব্দ )
মুক্তগদ্য (অনধিক ১২০০ শব্দ)
কবিতা – (অনধিক ২০ লাইন )
ভ্রমণ কাহিনী- (অনধিক ১০০০ শব্দ) [ছবি সহ]
সাক্ষাৎকার-(অনধিক ৭০০ শব্দ) [যে কোন ক্ষেত্রের বিশিষ্ট ব্যাক্তিত্বের]
অনুবাদ সাহিত্য (অনধিক ৭৫০ শব্দসংখ্যার মধ্যে)
রান্নাবান্না/রেসিপি – (অনধিক ৫০০ শব্দ ) [ছবি সহ পাঠাবেন]
মেক ওভার – (অনধিক ৫০০ শব্দ )[সাজগোজ প্রসঙ্গে লেখা]
টুকিটাকি ঘরোয়া টিপস- (অনধিক ৫০০ শব্দ এর মধ্যে )
ফ্যাশন -(অনধিক ৭০০ শব্দ )
খেলাধুলা – (অনধিক ৭০০ শব্দ )
বই/চলচিত্র আলোচনা -(অনধিক ৭০০ শব্দ )

লেখা জমা দেওয়ার নিয়ম:

১) মেইল পাঠানোর সময় অবশ্যই বিষয়ে লিখবেন “আলেখ্য সংস্করণ-১_ <বিভাগের নাম>”। বিভাগ অবশ্যই লিখে পাঠাবেন (গল্প/কবিতা/অনুবাদ সাহিত্য/রেসিপি/ভ্রমণ/ধাঁধা/শব্দকোষ/ফ্যাশন/শরীর-স্বাস্থ্য/খেলাধুলা/…)।
২) কোন হিংসাত্মক ,ধর্মবিরুদ্ধ, রাজনৈতিক লেখা পাঠাবেন না ।
৩) লেখা পাঠাবেন monomousumi@gmail.com এ অথবা ইনবক্স করুন ‘মন ও মৌসুমী’ র ফেইসবুক একাউন্ট এর ইনবক্স এ।
৪) লেখার সাথে নিজের পরিচিতি এবং সম্ভব হলে একটি ছবি পাঠাবেন। লেখা নির্বাচিত হলে যোগাযোগ করা হবে।
৫) পিডিএফ নয় ওয়ার্ড ফাইলে বা মেলবডিতে লেখা পেস্ট করে লেখা পাঠাতে পারেন (প্রচ্ছদ পাঠাতে পারেন, জেপিজি ফরম্যাটে), যথাযথ ইউনিকোড ছাড়া লেখা গ্রহণ করা হবে না।
৬) লেখা নির্বাচন করবেন এডিটোরিয়াল টিমের সদস্যরা।
৭) সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে।
৮) যে কোনো লেখক/লেখিকা যে কোনো একটি বিভাগেই লেখা পাঠাতে পারেন।একের বেশি লেখা গ্রহণযোগ্য হবে না।
৯) বানান ও যতি চিহ্নের দিকে নজর অতি আবশ্যক।লেখা পাঠানোর আগে বানান, ব্যাকরণ, ভাষা ভালো করে দেখে লেখা পাঠানোর অনুরোধ জানানো হলো। লেখা Word Document বা ওয়েবপেজ সাপোর্ট করে সেই ফন্টে লিখে পাঠান (PROPER UNICODE)। লেখার গঠনগত ত্রুটি , বানান ভুল, ফন্টের সমস্যা, ফরম্যাটিং-এর সমস্যা থাকলে সেই লেখা বাতিল করা হবে। তাই সবকিছু দেখে লেখা পাঠাবেন।

 

‘আলেখ্য’ র প্রথম সংস্করণ প্রকাশিত হবে ২০২০ উৎসব সংখ্যা হিসেবে, তাই দেবীর আগমন বা দেবী/পূজা সংক্রান্ত যেকোনো লেখা বিশেষ স্থান (অগ্রাধিকার) পাবে ।

লেখার গুণগত মাণের ওপর লেখা নির্বাচিত করা হবে। এক্ষেত্রে নির্বাচক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত। নির্বাচিত লেখার থেকে পত্রিকা প্রকাশের পর অনির্বাচিত লেখাগুলো  (তার মধ্যে থেকেও বাছাই করা লেখা) আমাদের ওয়েবসাইট এ প্রকাশিত করা হবে (যে সমস্ত লেখা আপনারা পাঠাবেন , তার মধ্যে যে লেখা গুলি নির্বাচিত হবে না , সে গুলি সরাসরি স্থান পাবে আমাদের ওয়েবসাইট এ। সমস্ত লেখক এর থেকে বারংবার মেইল এ অনুমতি নেওয়া একটি দীর্ঘ সময় এর ব্যাপার হেতু, এখানে, এই শর্তাবলীতে, এ কথা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হলো)।

গুরুত্বপূর্ণ দিনঃ  প্রথম সংস্করণের জন্য লেখা পাঠানোর শেষ দিন ৩১শে আগস্ট। প্রথম সংস্করণ প্রকাশিত হবে ২০২০ উৎসব সংখ্যা হিসেবে ।

দেরী না করে আপনার সম্পূর্ণ অপ্রকাশিত  বা যে লেখাটি অনেকদিন ধরে লিখে উঠতে পারেন নি বা এমন লেখা যা প্রকাশের অপেক্ষায়, সেরকম লেখা পাঠিয়ে দিন ।

আগাম শুভেচ্ছা সকল লেখক/লেখিকা কে ।

 

ধন্যবাদান্তে ,
“মন_ও_মৌসুমী”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here