আমার মত তোমায় আমি সাজিয়ে পাব কবে বল ?
তোমার মত আমায় তুমি নাইবা পেলে সহজে ভাল ৷
এবার বল তোমার কোথায়, ব্যাথা জমা রাশি রাশি ?
ভুবনভোলা প্রেমের ছোঁয়ায় করব তোমায় হাসিখুশী ৷
তোমার আলোয় রাঙিয়ে তোল আঁধার আছে যত ঐ
আমার মত হতে হলে বুঝবে ঠেলা তুমি সই ৷
জগতের ঐ কড়ালঘাতে পড়ছে মারা তাজা প্রাণ
আবার কবে ঝড় উঠবে জন্ম নেবে নতুন প্রাণ ?
বাতাসে আজ ছড়িয়ে গেছে বিষের গন্ধ ধেয়ে যায়
সেই বাতাসেই পড়ছে ঝড়ে নতুন প্রাণ শয়ে শয়ে ৷
আগমনীর সুর যে আজ বড়ই মৃদু ক্ষীণপ্রায়
কাশফুলেরই দোলায় আজি বিষের সুর ছড়িয়ে যায় ৷
মারণরোগের ছোবল নিয়ে খেলছে সবাই রাজনীতি
মায়ের আশীষ পেলে সবাই, বাড়বে তবেই সম্প্রীতি ৷
নারীর ভূষণ লুন্ঠিত হয় আজ সমাজে বারংবার
বসুন্ধরা মাও যে তাই কাঁদছে ভারী লাজ রেখে তার ৷৷