ঠিক কতগুলো মোমবাতি জ্বালি,
একটা মৃতদেহের বিনিময়ে?
ঠিক কতটা চোখের জল ফেলি?
কটা শোকবার্তা লেখা হয়?
এক অসহায় গণধর্ষিতা মেয়ের জন্য।।
কত নিরন্ন অনাহারে দিন কাটায়,
কতজনের হিসাব জানি?
আমার পরিবার মাছ ভাত খায়,
ক্ষুধার্তের খোঁজ রাখিনি।
আস্তাকুড় তো উন্মুক্ত আছে ওদের জন্য।।
চায়ের কাপে ঝড় তুলে রাখি বক্তব্য,
নোংরা মেঠো রাজনীতি করিনা।
ভোট দিয়েই সারি নাগরিকের কর্তব্য,
দাঙ্গায় মৃতদের নাম জানিনা।।
মৃত্যুশোক তো শুধু স্বজনহারাদের জন্য।।
ভীরু ধর্মের ভিত হয়েছে দূর্বল,
ধর্মগুরুরা জোট বাঁধে নিজের স্বার্থে।
সততা মানবতা আজ হীনবল,
প্রবঞ্চকরা প্রতারণার হাত পাতে।
বিভেদ বিভাজন শুধুই দলিতদের জন্য।।
অহঙ্কারের পাহাড় মাথা তুলে দাঁড়ায়,
লঙ্ঘনের ক্ষমতা যে নাই।
দাঁড়িয়ে আছি সকলে খাদের কিনারায়,
ধ্বংসের শব্দ শুনিতে পাই।
দীর্ণ পটভূমিতে অপেক্ষা মৃত্যুর জন্য।।
আর কতদিন থাকবে তুমি চক্ষু মুদে,
লিখবে শুধু প্রেমের কবিতা।
তোমার কলম গর্জে উঠুক প্রতিবাদে,
অন্যায়ের হিসাবে ভরাও খাতা।
কবি, তোমার লেখনী হোক আর্তদের জন্য।।
কলমে লীনা দত্ত, কলকাতা
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941
