তেলা মাথায় তেল ঢেলে
সুখেই আছে জনতা
কম্মের না সে তেল জানে
জানে, কি তার ক্ষমতা।
“আরে !! জানি মশায়
তাতে কার আসে যায় !!!
এই তেলে কি পয়সা লাগে?
দিচ্ছি যখন দিন না দিতে
সবাই কে দি সমানভাগে।”
তা বেশ বেশ।
দিন ঢেলে দিন
বেজায় মুখের ছবিটিতে,
স্লিম ফিগারের এডিট ফোটোয়
কিংবা অজ্ঞেয় লেখাটিতে।
কোথাও বাঁকা তুলির টানে
না জেনে যথার্থ মানে,
কোথাও উঁচু দাঁতের মাড়ি
মিষ্টি হাসি তোমার ভারী।
__এই বলে সবটুকু তেল
ঢালুন দেখি ব্যতীত ফেল।
সাথে,
সময় পেলে ভেবে ফেলুন
আদৌ কি সব ভালো ছিল?
তুলির সে টান ,
ভেজাল সে গান ,
আঁকিবুকি আর
ভারী ভারী লেখাগুলো।
ভালো ছিল?
অর্থবহ ছিল বুঝি,
নাকি
জোর করে তার মানে খুঁজি?
যে ছেলেটি ছবি আঁকলো
মনের রঙে মর্ম দিলো,
যে মেয়েটি গান গাইলো
স্বপ চোখে সুর সাধলো,
সহজ কথায় দু কলমে
লিখলো যে গান আপন মনে
বোধহয় তারা হারিয়ে গেলো
এটুকু (তেল) উৎসাহ বিনে।
এই তো জীবন , বাস্তব এই,
নিজের রুচির খেয়ালই নেই
‘ও দিলো তো আমিও ঢালি’
উঠতি হাওয়ায় এগিয়ে চলি,
এমনি করেই গাপের তেলে
সত্তাকে রোজ মাড়িয়ে ফেলে
কোন একদিন ভুলেই যাবো
ব্যক্তি বিশেষ মাপকাঠি।
তেলা মাথায় তেল ঢেলে
আমরা ‘নাকি’ সহজ পথে হাঁটি।

কলমে মৌসুমী কুন্ডু
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941