My Sweet Home and My Mother _M K Paul
এই যে, বাড়ি যাবো,বাড়ি যাবো, বলিস
আচ্ছা !!! বাড়িতে আছে টা কি ,শুনি?
সেই পুরোনো ভাঙ্গা রাস্তা,
আধুনিকতার অসীম অভাব,
দীন দরিদ্র আত্মীয়,
মরচে পরা জীর্ণ সম্পর্ক,
সবই যে মৃতপ্রায় !!
কেন চাস বার বার ফিরে যেতে
কেন মাথা খাস ,
ফিরে যেতে চাই বলে?
এখানে কি নেই বল ?
উঁচু উঁচু ইমারত ,
অধিকারি মন ,সাথে প্রাপ্তির
ঘট, যা চাস তাই পাস।
আছে ঐশ্বর্য ,রোশনাই আলো ,
তবু এই হাহাকার
কার লাগে ভালো !!!
সব বুঝি ! এসব-ই অজুহাত
কে জানে কি আছে ওই
মাটি জুড়ে , মন জুড়ে ?
ঠিকই তাই , অজুহাত মনে হয় ,
অকারণে চোখে জল,
মোচড়ানো বুকে ব্যাথা,
ভিড় ঠেলে ফাঁকা লাগা ,স্বস্তিরা
মুখ বুঁজে সহ্যের সীমানায় ,
কি যে আছে ওই বাড়ি ওই গলি মোড়ে
কি আছে পুরোনো সে ভেঙে যাওয়া
রাস্তায় !!!
কাকে যে খুঁজে ফেরে
কি যে অপ্রাপ্তি , মনে হয়
নিজেকেই খুঁজছে , খুঁজে পেলে মুক্তি।
—-মৌসুমী
#মন_ও_মৌসুমী
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941