জন্ম, এক ডানার উড়ান
কিছু বীজ ঠোঁটে করে নিয়ে যাব,
কিছু বীজ ওড়াব হাওয়ায়
পথে পথে বৃক্ষের সাধনা!
দেখা, এক জন্মগত ঋণ
মাটির অন্তরে কিছু কথা
জলের হৃদয়ে এসে, আলোড়ন
ফেলে যাওয়া শুধু, যেমন ফেলেছে হাওয়া
দূর ও শূন্যের পথে পথে মায়াবী চরণে….
এসেছি ফুলের কাছে, গন্ধ নিয়ে যাবে বলে
লাবণ্যের ঋণে প্রেম, অন্ধ হয়ে আছে!
যেমন রয়েছে খেতে, ফসলের প্রেমে….
এসেছি পুনর্জন্মের অধিকারে
মৃত্যু চেয়েছিল অবসান!আদিগন্ত শূন্যের মহিমা নিয়ে উড়ানের খেলা!
তাই হল। আজ নিষ্ঠুরতা ডুবেছে পাতালে।
নীরবতা পেয়েছে ঋষির ধ্যান।
আঘাত বৃক্ষের উপাসনা নিয়ে, ফের মহান সূর্যের কাছে আজ….
দাও রৌদ্র, দাও ছায়া, হে অনন্ত মায়া!

কলমে মৌসম সামন্ত, কলকাতা
ক্লাস ১১ এর হিন্দু স্কুলের ছাত্র। আমি কবিতা লিখতে খুব ভালোবাসি। আমার মা ও কবিতা লিখতেন, সেটা থেকেই আমিও আগ্ৰহ পেয়েছি, ওনি আজ এই পৃথিবীতে নেই, কিন্তু ওনার প্রতিটা লেখা আমার মাধ্যমে সৃষ্টি হবে। এটাই আমার মায়ের আর্শীবাদ। তাই আমার মা হলো আমার কবিতার ভাবনা।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941