মানুষের কোলাহল ক্রমশ
ক্ষীণ হয়ে আসছে,
পশ্চিমের আকাশে আজ
বিষাদের সূর্য অস্ত যাচ্ছে,
নবমীর উল্লাসের শেষে
বিজয়ার সূর্য বড়ো ম্রিয়মাণ
যেন।
কোথাও একটা বিদায়ের
সানাই বেজে চলেছে,
এবার ফিরে যাবার পালা–
সন্ধ্যা নামবে, তারপর বিসর্জনের
সুরে বেদনার বীণ বাজবে।
নদীর কালো জলে
তলিয়ে যাবে আমাদের
বিষাদের দীর্ঘ প্রতিমা,
আবার একটা অষ্টমীর
অপেক্ষায়, অপেক্ষায়
আর এক সন্ধিপূজার।
কাজল নয়না চোখে
কাউকে খুঁজে পাওয়ার জন্য।
গোধূলির রক্তাভ আলোয়
সিঁদুরের রঙে মাখিয়ে
নেওয়ার আমন্ত্রণের প্রতীক্ষায়।
শুধু একটা বছর পরে।।

প্রবীর ভদ্র
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941