আজ আমি শহর দেখেছি,
দেখেছি শহর জুড়ে কংক্রিটের চাদরে ভূমির অবক্ষয়।
আজ আমি পাতালযান দেখেছি,
দেখেছি শহরের গর্ভ ছুঁয়ে তার অবিরাম আনাগোনা।
আজ আমি হাওড়া ব্রিজ দেখেছি,
দেখেছি হুগলি নদীর উপর তার ক্লান্ত অথচ ব্যস্ত চেহারাটা।
আজ আমি জাহাজ দেখেছি,
দেখেছি পবিত্রতার প্রতীকে কীভাবে কালো জল এসে মিশেছে।
তবে আমার সবুজ দেখা হয়নি,
দেখা হয়নি শহরের বুকে ছোট্ট জলাভূমি ঘিরে পাখির কলরব।
হয়তো এ আমার চোখের ভুল,মনের ভুল;
ভুল আমার চির একঘেয়ে মানসিকতার।

কলমে সমীর মন্ডল, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনার
আশুতোষ কলেজের প্রানীবিদ্যা বিভাগের প্রথমবর্ষের একজন ছাত্র।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941