বিষয় ও অন্যান্য:
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনি পাঠাতে পারেন গল্প -প্রবন্ধ -কবিতা- গদ্য-রেসিপি -ভ্রমণ -বিনোদন -সাক্ষাৎকার -শরীর স্বাস্থ্য -খেলাধুলা এবং জীবনধারা নিয়ে যে কোনো লেখা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের কোনো বয়সসীমা নেই। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফী নেই।
লেখা পাঠানোর জন্য :
গল্প /গদ্য/প্রবন্ধ/ভ্রমণ- অধিক ৭৫০ শব্দ
কবিতা – অধিক ১৬ লাইন / ২০০ শব্দ
বিনোদন/সাক্ষাৎকার/শরীর স্বাস্থ্য/খেলাধুলা /জীবনধারা – অধিক ৫০০ শব্দ
অণুগল্প /রেসিপি-(ছবি সহ ) – অধিক ৩৫০ শব্দ ( রেসিপি লিখতে , আপনি অবশ্যই রেসিপি সম্বন্ধিত কিছু কথা এবং পুষ্টিবিধান যোগ করতে পারেন )
কিভাবে বিজয়ী নির্ধারিত হবে !
লেখাটি জমা দেওয়ার খুব শীঘ্রই আমরা লেখাটি ‘মন ও মৌসুমী’ ওয়েবসাইটে প্রকাশিত করবো (অবশ্যই যদি লেখাটি সমস্ত রকম শর্ত মেনে জমা দেওয়া হয়) . লেখার গুণগত মান নির্ধারণ করবেন জুরি সদস্যেরা এবং বাকি দেখা হবে লেখাটি কতটি জনপ্রিয়। অর্থাৎ , এই প্রথম ‘মন ও মৌসুমী’ প্লাটফর্ম এ জুরি সদস্য এর সাথে লেখার গুনগত মান নির্ধারণ করবে সাধারণ পাঠক/পাঠিকা।
না , কোনো লাইক /কমেন্ট আমরা চাইছিনা (তবে লাইক /কমেন্ট থাকলেও কোনো অসুবিধা নেই ), তিন মাস পরে অর্থাৎ ৩১শে ডিসেম্বর ২০২০ অবধি , গুগল এনালিটিক্স হিসাবে যে লেখা যত বেশি জনপ্রিয় (ভিসিট ) হবে ,তা ৫০% নির্ধারণ করবে বিজয়ী লেখক/লেখিকাকে বেছে নিতে।
বিজয়ী লেখনী = জুরি সদস্য প্রদত্ত নম্বর ৫০%+ গুগল এনালিটিক্স হিসাবে খাঁটি ভিসিট সংখ্যা ৫০%(No of visits shown)
প্রতিযোগিতায় অংশগ্রহণের ও ফলাফল ঘোষণার সময়সূচি:
এই প্রতিযোগিতার সময় অবধি তিনমাসের। ১ম জুন থেকে ৩০শে আগস্ট তারিখ অবধি, লেখা জমা নেওয়া হবে।প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ ,২০২১।
লেখা জমা দিন monomousumi@gmail.com ইমেইল এ “Quaterly Popular Creative Writing Bengali/ ত্রৈমাসিক জনপ্রিয় সৃজনশীল লেখনী প্রতিযোগিতা ” Heading সহ (Word File বা সরাসরি মেইল এ কপি -পেস্ট করে )।
পুরস্কার:
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ‘মন ও মৌসুমী’ র তরফ থেকে পাবেন ট্রফি, সম্মানসূচক শংসাপত্র/ই -সার্টিফিকেট, এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন মেডেল এবং সম্মানসূচক শংসাপত্র/ই -সার্টিফিকেট।
এছাড়া যে সকল অংশগ্রহণকারীর লেখা ( বিজয়ী না হলেও) বিশেষ ভাবে প্রভাবিত করবে, তাদের উদ্যেশে কৃতজ্ঞতা টোকেন স্বরূপ রয়েছে একটি “অংশগ্রহণের ই-সার্টিফিকেট”। সব রকম ঘোষণা বিজয়ী ও অন্য অংশগ্রহণকারীকে তাদের ইমেলআইডি (email-id) এবং ফোন কল এ অবহিত করা হবে।
এছাড়া সব রকমের ঘোষণার জন্য ” মন ও মৌসুমী “ র সোশ্যাল পেজ গুলিতে নজর রাখুন। ।
লেখা জমা দেওয়ার অন্যান্য শর্তাবলী:
ছয় : জুরি সদস্যের সিদ্ধান্তটি ফাইনাল এবং ফলাফল সম্পর্কিত কোনও প্রশ্ন স্বীকৃতি পাবে না।জুরির সিদ্ধান্তের সাথে সাথে প্রকাশিত লেখাটি কতটা জনপ্রিয় হয়েছে সেটিও আংশিক (৫০%) ভাবে চূড়ান্ত ফলাফলকে প্রভাবিত করবে। তাই অনুরোধ , লেখা প্রকাশের পর সেটিকে SHARE করা লেখকের নিজস্ব দায়িত্ব।
সাত :লেখার কপিরাইট লেখকের সাথে থাকবে। পূর্বনির্ধারিত অনুমতি ছাড়া অংশগ্রহণকারীর নাম, ছবি এবং বায়ো সহ নির্বাচিত লেখা প্রকাশিত হবে।
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে আগস্ট ,২০২১। ফলাফল ঘোষণা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ ,২০২১ ….
বিশেষ আবেদন : আপনার পাঠানো লেখা প্রতিযোগিতার জন্য একবার প্রকাশিত হলে , দয়া করে ভবিষ্যতে আমাদের লেখাটি ওয়েবসাইট থেকে মুছে ফেলার অনুরোধ করবেন না। একটি লেখা প্রকাশ করা একটি সময় সাপেক্ষ্য বাপ্যার, তাই আমাদের ওয়েবসাইটে একবার প্রকাশিত লেখা ডিলিট করা যাবে না। কপিরাইট লেখক ও মন ও মৌসুমী র থাকবে। শর্তাবলী পড়ে লেখা জমা দেওয়ার অনুরোধ থাকলো।
ধন্যবাদান্তে ,
“ মন ও মৌসুমী “
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941