সহস্র শরদ পেরিয়ে, দয়িত, খেয়াল করেছ
তবে অস্থিরযাপন! বরং ওসব থাক। বল
হলুদ ফুলের কথা- কূর্মরাতে জন্ম হয়েছিল
যার। চলো, গন্ধ নিই। পৌরাণিক কবরউচ্ছিষ্ট।
মাংসকলহ
এখানে মলিন
রীতি রেওয়াজও,
তুমি কোন পাত্রে খাও তবু মনে রাখি।
ইদানিং প্রহর নিশ্বাস ফেলে, ঘাড়ে বড়সাহেব
আমাকে চিনেছ আগে উৎসবক্ষণে, অতএব
এ দীর্ঘ বাহুমূল কালসর্প লাগে। পিছিয়ে যাও।
অনন্ত মাটির নিচে, দয়িত, ভণিতা রাখ। দেখ
অনৃতবচন
ক্ষীণ প্রতিশ্রুতি
বান্ধব মুখোশ
পেরিয়ে আমরা
পেয়ে গেছি রক্তাক্ত পারদ।

কলমে জারিফা জাহান, রাজারহাট, কলকাতা
বর্তমানে টাটা কনসালটেন্সি সার্ভিসেসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরতা। মূলত ফেসবুক ও লিটল ম্যাগাজিনেই লেখালেখি। ‘এই সময়’ সংবাদপত্রের নেট এডিশনের প্রাক্তন ব্লগার। বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে কৃত্তিবাস ও সানন্দায়। প্রকাশিত কবিতার বই: মন্দ সাইদাতি(গুরুচন্ডালি, বইমেলা ২০২০), অন্ধকারের কোন রংবোধ নেই(কবিতা আশ্রম, বইমেলা ২০২০)।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941