সরতে সরতে আর কত সরব!
পিঠ ঠেকে গেছে দেওয়ালে,
জীবন এসে দাঁড়িয়েছে, গভীর খাদের কিনারে।
তুমি বলবে ঘুরে দাঁড়াও…
কিন্তু সে সুযোগটুকুও গেছে হারিয়ে।
আলোর বিন্দুটুকুও আর পাইনা দেখতে
সরতে সরতে আর কত সরব?
ওরা জন্মে ছিল সোনার চামচ মুখে
সফলতা তাই ওদের চরণ ছুঁল
কিন্তু ”এ ভালে তেঁতুল গোলা”
তাই সফলতা নয়, ব্যর্থতায়
বারবার দরজায় কড়া নাড়ল।
সফলতার দোরগোড়ায় পৌঁছেও
বারবার ব্যর্থতার চরণ ছুঁতে হলো।
সময়, ওদের মতো মাথায়
পরিয়ে দেয়নি বিজয় মুকুট;
ভালে এঁকে দেয়নি বিজয় তিলক।
বরং কাঁটার মুকুট পরিয়ে দিয়েছে মাথায়
তাতে গুঁজে দিয়েছে পরাজয়ের পালক;
ভালে এঁকে দিয়েছে ব্যর্থতার চিহ্ন।
সরতে সরতে আর কত সরব!
পিঠ ঠেকে গেছে দেওয়ালে।
তবুও মানিনি হার চালিয়ে যাচ্ছি যুদ্ধ
ক্যাকটাসের মতো কঠিন মাটির গভীরে
অন্ধকারে শিকড়ের পর শিকড় ছড়িয়ে
বাঁচার রসদ জোগাড় করছি
জীবনের মরুতটে নিঃসঙ্গ একাকী দাঁড়িয়ে।
কলমে বিদ্যুৎ চক্রবর্তী
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941