অনেক নীচে নেমে গেছি,
আরও কি নামাবে?
নাই কি ভয়?
খসবে যখন সবকটা
বুঝবে তখন মর্মটা।
সত্যেরই হবে জয়।
সত্যটা কি
জানো না এখনো
বুদ্ধি আছে কি ঘটে?
আছে তো অনেক আমার মত
বইছে ধারা অবিরত
তাতে কি পিয়াস মেটে?
স্বচ্ছতা চাই, জীবাণু মুক্ত,
তবেই তো দেবে পেটে।
ভাবছো সবটা মিছে।
তিন ভাগ কোথা?
আমি আছি হেথা
মাটির অনেক নীচে।
সেই দিন আর দূর কি গো আছে,
কাঁদতে যাবে যে গোবি
কিম্বা সাহারা মরুর বুকে?
কাঁদবে তোমার আপনার ঘরে
কৃতকর্মের দোহাই ঝেরে
একটুখানি মিষ্টি জলের শোকে।
বলছি আমি পানীয় জল-
অপচয় নয়, বাঁচাও আমাকে
তবেই বাঁচবে তোমরা।
ওগো নরগন, হয়ে সচেতন
ক’রে আমায় সংরক্ষণ,
বাঁচাও তোমার পূণ্য বসুন্ধরা।
কবি পরিচিতি:-কৌশিক রায় চৌধুরী, গঙ্গাটিকুরী,কেতুগ্রাম,পূর্ব বর্দ্ধমান।
বিঃ দ্রঃ লেখাটি ফেব্রুয়ারী ,২০২০, “মাসিক জনপ্রিয় লেখনী” প্রতিযোগিতার অন্তর্ভুক্ত।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941