নিস্পলক
নিস্পলক দৃষ্টির ভেলায়
খেয়াল তরীর স্রোতের ছোঁয়ায়
স্তব্ধ মনের গহনলোকে,
ভাসা ভাসা স্মৃতিপটে –
তরণী ছুটেছে দিগন্তের মুখে
তবুও মনোনদী চায় শান্ত হতে…।
তোমার আলিঙ্গনের আশায়,-
এই মন কেন ভেলা ভাসায় ?
পলকহীন দৃষ্টির চিরপ্রতীক্ষায়।।
সুজন
আকাশ হেসেছে, নদী ভাসিয়েছে,
তীর মিশেছে তরীর তরে
মোর মন্দিরে আসন পেতেছি
তোমার হৃদয়ের তরে
দিবস রজনী পোহাইয়া যায়
রাত্রির কালো চাদরের তলায়
তবু কী তুমি আপন হয়েছো
নয় হলো না শুরু এই যাত্রায়
চলো না সুজন
চাতকের মতো দৃষ্টিহীন অপেক্ষায়।
কবি পরিচিতি: অনুশ্রীতা বিশ্বাস
বিঃ দ্রঃ লেখাটি ফেব্রুয়ারী ,২০২০, “মাসিক জনপ্রিয় লেখনী” প্রতিযোগিতার অন্তর্ভুক্ত।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941