বৃষ্টি মেঘ আলো
মনকেমনের কথা
বিকেল পড়ে বেলা সাঁঝে
তারায় তারায় গাঁথা
দৃষ্টি চারণফেরি
যে নামেতে বাঁধা
এক বাউলকণ্ঠ গানে
একতারেতে সাধা
শান্ত পরিচয়ে..
নিশুতি রাতের নীড়ে
বিহগী ঘুমায় ধীর,
নিরীহ চোখের কোলে
অবশ চেতনায়
জ্যোৎস্না আসে ফিরে..
নির্ঘুম জাগরণে
একলা চাঁদের হাসি,..
স্মৃতির টুকরো পাতায় লেখা
ছোট্ট ভালোবাসা
যেন
ধূসর মেঘে ঢাকা
কুহক অন্তরালে..
বর্ষা ঝরে মন
জীবন বৃষ্টি জলে
কুসুমছোঁয়া প্রাণের আলো
নীরব খুঁজে চলে
মুগ্ধ বেদনায়..।
কলমে প্রসূন ব্যানার্জী, মহিয়াড়ী,আন্দুল-মৌড়ী,হাওড়া
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941