লেখারা রাত জাগে
লেখারা চোখের জলে সাগর ছুঁয়ে
পালিয়ে আসে ;
হাসির শব্দে কান্না লুকোয়
ব্যঙ্গ সাজায় বিতর্ক চায়
রাতের বেলা জীবন্ত হয়।
কাগজ -কলম-শব্দে বন্দি
চিরকালের স্বাধীন লেখা
পাখা মেলে উড়তে পারে
ঘুরতে পারে দেশ বিদেশে
জীবন ছুঁয়ে হারিয়ে গিয়েও
ফিরতে পারে নানা বেশে।
লেখারা কিছু বলতে চায়
মন খোঁজে, আর পথ হারায়।
অন্ধকূপে শব্দ মেপে
শুকনো অলীক কল্পনায়
লেখা স্বপ্ন দেখে ভোরবেলায়
আবিষ্কারের প্রতীক্ষায়
লেখা রাত জাগে আর
শব্দে কিছু বলতে চায়।
– মৌসুমী কুন্ডু
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941