মুঠো মুঠো বিষন্নতা ছড়িয়ে থাকে চারপাশে
স্বপ্ন ভাঙার তো কোনো শব্দ হয়না,
সমস্ত বাতুলতাকে অতিক্রম করার পরেও
মন্দাক্রান্তের পরিবর্তন অলক্ষিতই।
অন্ধকারে পথ চলতে চলতে
চোখ সয়ে যায় একসময় ;
অর্ধেক পথ পেরোনোর পর মনে হয়
চোখের জলও সব ক্লান্তি ধুয়ে দিতে পারেনা।
তবুও রোজ সকালে নতুন সূর্য্য ওঠে
দেখা যায় রোদ্দুরের ঝিকিমিকি পাতার ফাঁকে
মন্দ মধুর বাতাস উড়িয়ে নিয়ে যায় বিষাদের কটুগন্ধ।
প্রতি গোধূলি রেখে যায় আগামীর রেশ।
এলোমেলো মুহূর্তরা কপালের চুল সরিয়ে দেয়,
কানে কানে বলে, বেশ বেশ বেশ।
কলমে সঙ্ঘমিত্রা গুহ
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941
