আমি তখন অন্ধকারের কবি,
রুদ্ধমনা শুষ্ক হাতে ,কলম ফেলে,
খুঁজতে থাকি বিস্ফোরণের ছবি।
আদিম গুহায় শিকার শিকার খেলায়,
ঝাপসা রঙের তপ্ত গিরিমাটি ।
রক্ত-হাড়ের অনেক ছবি হেলায়,
নখের ডগায় মিথ্যে আঁচড় কাটি।
দুয়ার খুলে শুভ্র হাতের ছোঁয়ায়,
দেখি , নখ পালিশের রং গিলেছে চাদর।
আতপ আতপ গন্ধ মাতে হাওয়ায়,
তাই মাস সরেনা শ্রাবণ থেকে ভাদর।
ঘাড়ের লতায় মিহি সুতোর বাঁধন,
চিবুক ছুঁয়ে নামছে গাঢ় পাড় ।
কাজলতা মিথ্যে সাজের সাধন,
চোখের বাঁকে হৃদয় জোড়া হার।
কপাল জুড়ে আনমনা সব সিঁদুর,
হাতের শাঁখা সোনার জলে মাখা।
এপাশ থেকে ওপাশ যেন কি দূর !
হাতের তালুই গাল ঠেকানো মাথা।
এবার আমি আলোয় ভেজা কবি।
মুক্ত মনা শক্ত হাতে ,কলম গুঁজে,
আঁকতে পারি ভরাট বুকের ছবি।
শেষে ,গ্রহের ফেরে ,কি মুদ্রা দোষের ফলে,
চোখের তলায় ঘুম বেঁধেছে ঘর।
রাতের মেঘে মুখ খানি তোর জ্বলে,
ভাবতে থাকি আমিই জাতিস্মর।
কলমে আশিষ চক্রবর্তী, মুর্শিদাবাদ
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941