Photo: 1stdibs
কি যে ভীষণ ইচ্ছে হল একটুখানি মেলতে ডানা
অল্পখানিক হাত বাড়িয়ে ধরতে ওই রোদের কণা।
ইচ্ছেগুলো ধরতে চাওয়া
অনেক চাওয়া অল্প পাওয়া
তবু অক্সিজেন এর ছোঁয়ায়
পাবো খুশি ষোলোআনা।
আমি যখন ছোট ছিলাম আকাশ ছিল ভীষণ কাছে
হাত বাড়িয়ে অনেকটা দূর পৌঁছে যেতাম আলোর কাছে।
স্বপ্ন ছিল মুঠোর ভেতর
চাওয়া পাওয়া মিলিয়ে যেত
দুইয়ে দুইয়ে চারই হত
হিসেব মোটেও লাগত না ভার।
আজকে যখন অংক করি
কেন জানি জটিল লাগে
দিনের শেষে গুলিয়ে হিসেব
গরমিল হয় যোগবিয়োগে।
মন মৌসুমি হঠাৎ এলে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে
বললে আমায় নিয়ে যাবে ফেলে আসা মেঘের দেশে।
আমার কথা তুচ্ছ জানি
তবু লিখবো রঙ তুলিতে
সাতরঙা রঙ ছড়িয়ে যাক আজ
জীবনের এই গোধূলিতে।
কবি পরিচিতি : অদিতি দে
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941