December 5, 2025

গল্প

গহীন জঙ্গলের মধ্যে এসে পড়েছে এরাস্তো। দীর্ঘদিন যাবৎ গা ঢাকা দিয়ে, রাতের অন্ধকারে পায়ে হাঁটার পর, এই গুপ্তচরটি এসে পড়েছে গন্তব্যের খুব কাছাকাছি। মাঝে আর মাত্র এই রহস্যময় জঙ্গল। তারপরেই সে ঢুকে পড়বে সেই নিষিদ্ধ এলাকায়, যেখানে তথাকথিত বহু মানুষ হারিয়ে গেছে। কথিত আছে, এই এলাকায় যে প্রাণীই আসে, সে আর কোনদিন ফেরে না। এরাস্তোর দৃঢ় বিশ্বাস, বড়সড় কিছু চক্রান্ত চলছে এই এলাকায়। কোনো শক্তিশালী সংস্থা নিশ্চিত আছে এইসবের পেছনে। তাদের হদিস পেতেই হবে। অতগুলো নিখোঁজ মানুষ হয়তো সমূহ বিপদের মধ্যে রয়েছে।  আফ্রিকার এই ঘন জঙ্গলে, বহিরাগতদের পক্ষে নির্দিষ্টভাবে বলা দুঃসাধ্যকর, যে এর অভ্যন্তরে কি ঘটে চলেছে। এরাস্তোকে এবারের মিশনে একা আসতে হয়েছে। এর আগে, একই মিশনে এসেছিল চারজন গুপ্তচর। কিন্তু কেউ...